১। তুলশা গঙ্গা
বর্ণনাঃ তুলশী গঙ্গা নদী বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীটি একটি শাখা নদী। এ নদীটি নওগাঁ শাখা নদীর সঙ্গে মলিত হয়েছে। বর্ষাকালে এ নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নওগাঁ শহরে যাতায়াত করা যায়। এ নদী পথে চলতে গেলে শ্রীরামপুর বাজারে গিয়ে নৌ ঘাট থেকে যাতায়াত করতে হবে।
২। ছোট যমুনা
বর্ণনাঃ ছোট যমুনা নদী বিলাশবাড়ী ইউনিয়নের নাজিরপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীটি একটি শাখা নদী। এ নদীটি নওগাঁ শাখা নদীর সঙ্গে মলিত হয়েছে। বর্ষাকালে এ নদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নওগাঁ শহরে যাতায়াত করা যায়।
১। সোনাপাতীলা
বর্ণনাঃ সোনাপাতীলা খাল বিলাশবাড়ী ইউনিয়নের দুধকুড়ী ও হলুদবিহার মাঠের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এ খালটি বিলাশবা্ড়ী ইউনিয়নের এক মাত্র খাল। এ খালটি খনন করা হয়েছে দুধকুড়ী ও হলুদবিহার মাঠের বন্যার পানি নিষ্কাশনের জন্য। কেননা বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে মাঠে পানি জমে যায় তা বন্যা আকারে রুপ ধারন করে। এ বন্যঅর ফলে মাঠে আমন ধান চাষাবাদ করা যায় না । এত করে কৃষকেরা অর্থনৈতিক দিক থেকে ক্ষুত গ্রস্থ হয়। খাল খননের ফলে পানি নিষ্কাশনের সুবিধা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS