Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশের সর্ববৃহৎ চুনা পাথরের খনি আবিষ্কার নওগাঁর বিলাশবাড়ী ইউপির তাজপুর মৌজায়।
বিস্তারিত

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের তাজপুর মৌজায় বিশাল মজুদের  দেশের সবর্বৃহৎ চুনাপাথর খনির  সন্ধান পেয়েছে ভুতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনুসন্ধানী দল। ভূগর্ভের ২২শ ১৪ ফিট গভীরে চুনা পাথরের সন্ধান পাওয়া যায়। বর্তমান পর্যন্ত ২২শ ৮৫ ফিট পর্যন্ত খনন করা হয়েছে। বর্তমান জরিপ অনুসারে ৭১ফিট পর্যন্ত চুনাপাথরের খনিজের লেয়ার পাওয়া যায়। খনন কার্যক্রম  চলছে। লেয়ারের স্তর এখনও শেষ হয়নি বলে জানা গেছে। গতকাল বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু  ঘোষনা করেন  এটি  দেশের সর্ববৃহৎ চুনাপাথরের খনি। গতকাল বিকালে  ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাসুম ও উপ পরিচালক ড্রিলিং প্রকৌশল মোঃ মাসুদ রানা জানায় বর্তমানে ৭১ফিট পর্যন্ত চুনাপাথরের লেয়ার পাওয়া গেছে।  তাজপুর মৌজায় এই খনিজ এরিয়ার মাঝামাঝি জায়গা খনি অনুসন্ধানের স্থান থেকে চর্তুদিকে ৫০ বর্গ কিলোমটিার পর্যন্ত চুনাপাথরের বিস্ততি রয়েছে বলে ধারনা করা হচ্ছে। বাংলাদেশ ভুতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের  মহাপরিচালক  ভু-বিজ্জানী ড. নিহাল উদ্দীন বলেন এখানে বিশাল আকারে চুনাপাথর রয়েছে যা উত্তোলন করলে বিদেশ থেকে আর কোন চুনা পাথর আমদানি করতে হবে না।  এর ফলে দেশ  উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এবং ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে যাবে ঐ এলাকা। গত ২০ ফেব্রুয়ারী এ খনন কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

ছবি
ছবি
ডাউনলোড